October 26, 2025

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • জামায়াতের আমীরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত

জামায়াতের আমীরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত

Image

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর, ২০২৫) বেলা ১১টায় রাজধানীর বসুন্ধরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মি. আলেকজান্ডার জি. খোজিন সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকের শুরুতেই রাষ্ট্রদূত ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। এসময় রাষ্ট্রদূতের সঙ্গে পলিটিক্যাল কাউন্সিলর মি. এ্যানটন চেরনোভ উপস্থিত ছিলেন।

সৌজন্য বৈঠকটি আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে চলমান পরিস্থিতি, বাংলাদেশ–রাশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগসহ আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা হয়। বৈঠকে রাশিয়া বাংলাদেশের প্রতি দৃঢ় সমর্থন অব্যাহত রাখবে বলে রাষ্ট্রদূত আশ্বাস দেন এবং ভবিষ্যতে বাংলাদেশে রাশিয়ার বিনিয়োগ আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া, রাষ্ট্রদূত ডা. শফিকুর রহমানকে মস্কোতে অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্সে যোগদানের আমন্ত্রণ জানান, যা তিনি গ্রহণ করেন।

বৈঠকে সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানার আমীর ডা. এসএম খালিদুজ্জামান এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

Scroll to Top