October 25, 2025

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • জামায়াতের আমীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী

জামায়াতের আমীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী

Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-পররাষ্ট্রমন্ত্রী মান্যবর এ. বেরিস একিনজি সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ সোমবার (৬ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর বসুন্ধরাস্থ আমীরে জামায়াতের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। তুরস্কের রাষ্ট্রদূত মান্যবর রামিস সেন-এর নেতৃত্বে চার সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এ সময় উপস্থিত ছিলেন।

বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, মানবিক সহযোগিতা এবং কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন বিষয়ে গঠনমূলক আলোচনা করেন।

এ সময় বাংলাদেশে বিভিন্ন সেক্টরে তুর্কি বিনিয়োগের সম্ভাবনা, দুই দেশের জনগণের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করা এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ নিয়ে মতবিনিময় হয়। ভবিষ্যতে উভয় দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা আরও বেগবান হবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়।

আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

Scroll to Top