October 25, 2025

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • জাতীয় প্রতিরক্ষা কলেজে বক্তৃতায় আন্তর্জাতিক সম্পর্কের একটি নির্ভরযোগ্য কাঠামো গড়ে তোলার আহ্বান রাশিয়ার রাষ্ট্রদূতের

জাতীয় প্রতিরক্ষা কলেজে বক্তৃতায় আন্তর্জাতিক সম্পর্কের একটি নির্ভরযোগ্য কাঠামো গড়ে তোলার আহ্বান রাশিয়ার রাষ্ট্রদূতের

Image

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন (Mr. Alexander Khozin) জাতীয় প্রতিরক্ষা কলেজে (এনডিসি) এক বক্তৃতা প্রদান করেছেন।

বক্তৃতায় তিনি বর্তমান বিশ্ব ব্যবস্থার সংকট, আন্তর্জাতিক সম্পর্কের একটি নির্ভরযোগ্য কাঠামো গড়ে তোলার রাশিয়ার দৃষ্টিভঙ্গি এবং ইউরেশিয়ায় অবিভাজ্য নিরাপত্তা স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, “দুঃখজনকভাবে জাতিসংঘসহ অন্যান্য বহুপাক্ষিক প্রতিষ্ঠান গুরুতর চাপের মুখে রয়েছে। আন্তর্জাতিক আইনব্যবস্থা পরীক্ষার মুখে: কিছুসংখ্যক দেশ এটি ‘রুলস-বেইজড ওয়ার্ল্ড অর্ডার’ ধারণা দিয়ে প্রতিস্থাপনের চেষ্টা করছে।”

রাষ্ট্রদূত খোজিন আরও বলেন, আফ্রিকান ইউনিয়ন, ওআইসি, আসিয়ান, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও), ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের মতো আঞ্চলিক সংগঠনগুলো বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে ক্রমেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বক্তৃতার একপর্যায়ে তিনি রাশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থা তুলে ধরেন এবং উপস্থিত কর্মকর্তাদের নানা প্রশ্নের উত্তর দেন।

বক্তৃতা শেষে রাশিয়ান ফেডারেশনের নিরাপত্তা পরিষদ প্রণীত “শেপিং অ্যান ইক্যুয়াল অ্যান্ড ইনডিভিজিবল সিকিউরিটি আর্কিটেকচার” শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

Scroll to Top