জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের বৈঠকের দশম দিনের আলোচনায় সোমবার (৭ জুলাই ২০২৫) বরাবরের মতো অংশগ্রহণ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এদিনের আলোচনা ছিল দুইটি গুরুত্বপূর্ণ ইস্যুকে ঘিরে—উপজেলা পর্যায়ে আদালতের বিকেন্দ্রীকরণ এবং জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার সংরক্ষণ।

প্রথম ধাপের আলোচনায় রাজনৈতিক দলগুলো উপজেলা পর্যায়ে আদালতের বিকেন্দ্রীকরণ প্রস্তাব নিয়ে তাদের মতামত উপস্থাপন করে। এনসিপিসহ অধিকাংশ রাজনৈতিক দল নীতিগতভাবে এই প্রস্তাবের প্রতি সমর্থন জানায়। তারা মনে করে, বিকেন্দ্রীকরণ বিচারপ্রক্রিয়াকে আরও জনগণমুখী এবং কার্যকর করবে।
দ্বিতীয় ধাপে আলোচনা হয় জরুরি অবস্থা সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ ১৪১ (ক), (খ) ও (গ) সংশোধন নিয়ে। এনসিপি এ সময় সংবিধানের সংশ্লিষ্ট ধারাসমূহে সংশোধনের সুপারিশ করে এবং প্রস্তাব করে যে, জরুরি অবস্থার সময়েও জনগণের বিচারপ্রাপ্তির অধিকারসহ এমন মৌলিক অধিকারগুলো অক্ষুণ্ন রাখা উচিত, যা জরুরি অবস্থার মূল উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক নয়।
এদিন এনসিপির পক্ষ থেকে আলোচনায় অংশগ্রহণ করেন দলটির সদস্য সচিব জনাব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক জনাব জাবেদ রাসিন এবং কেন্দ্রীয় সংগঠক জনাব আরমান হোসাইন।