October 25, 2025

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • জাতিসংঘ সাধারণ পরিষদে স্বল্পোন্নত দেশগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

জাতিসংঘ সাধারণ পরিষদে স্বল্পোন্নত দেশগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

Image

পররাষ্ট্র উপদেষ্টা জনাব মোঃ তৌহিদ হোসেন শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ-স্তরের সপ্তাহের ফাঁকে আয়োজিত স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করেন।

পররাষ্ট্র উপদেষ্টা তাঁর বক্তব্যে স্বল্পোন্নত দেশগুলোর উপর প্রভাব ফেলছে এমন একাধিক বৈশ্বিক সংকটের আলোকে দোহার কর্মসূচী বাস্তবায়ন ত্বরান্বিত করার জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বৃহত্তর আন্তর্জাতিক সমর্থন, আন্তর্জাতিক আর্থিক কাঠামোর সংস্কার, বর্ধিত জলবায়ু অর্থায়ন এবং স্বল্পোন্নত দেশগুলোর টেকসই ও অপরিবর্তনীয় স্তরে ওঠানামা নিশ্চিত করার জন্য ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

Scroll to Top