October 25, 2025

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • চীনা দূতাবাসে ২০২৫ সালের দ্বিতীয় ব্যাচের বাংলাদেশের কূটনীতিক প্রশিক্ষণ প্রস্থান আগাম সমাবেশ শুরু হতে যাচ্ছে

চীনা দূতাবাসে ২০২৫ সালের দ্বিতীয় ব্যাচের বাংলাদেশের কূটনীতিক প্রশিক্ষণ প্রস্থান আগাম সমাবেশ শুরু হতে যাচ্ছে

Image

সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) চীনের বাংলাদেশে স্থায়ী দূতাবাস ২০২৫ সালের দ্বিতীয় ব্যাচের বাংলাদেশের কূটনীতিক প্রশিক্ষণ প্রোগ্রামের প্রস্থান আগাম সমাবেশ আয়োজন করেছে। অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন। অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও রেক্টর ড. মো. নজরুল ইসলামকেও আমন্ত্রণ জানানো হয়।

দূত ইয়াও ওয়েন বলেন, এই প্রোগ্রামটি চীনা দূতাবাস এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে আয়োজনকৃত প্রশিক্ষণ উদ্যোগে অংশ নেওয়া চতুর্থ ব্যাচের তরুণ কূটনীতিকদের জন্য। তিনি আরও বলেন, এই যাত্রা হবে একটি “পারস্পরিক শিক্ষার ভ্রমণ” চীনের উন্নয়ন পথ বোঝার জন্য, একটি “প্রয়োগভিত্তিক ভ্রমণ” চীনা আধুনিকীকরণ অভিজ্ঞতা অর্জনের জন্য, এবং একটি “সংলাপের ভ্রমণ” বন্ধুত্ব আরও গভীর করার জন্য। দূত ইয়াও ওয়েন তরুণ কূটনীতিকদের উৎসাহিত করেন এই সুযোগকে মূল্যায়ন করতে, গভীর পর্যবেক্ষণ ও বিনিময় কার্যক্রমে অংশ নিতে এবং চীন-বাংলাদেশ বন্ধুত্বের উত্তরাধিকারী ও দুই দেশের সম্পর্কের সুস্থ উন্নয়নে অংশগ্রহণকারী হতে।

ড. মো. নজরুল ইসলাম চীনা দূতাবাসকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের তরুণ কূটনীতিকদের জন্য এ ধরনের মূল্যবান প্রশিক্ষণের সুযোগ প্রদান করার জন্য তিনি কৃতজ্ঞ। তিনি বাংলাদেশের পক্ষ থেকে দুই দেশের বহুমুখী কৌশলগত সহযোগিতা আরও উচ্চতর পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে চীনা দূতাবাসের সঙ্গে বিনিময় ও সহযোগিতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন।

Scroll to Top