বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনের শীর্ষস্থানীয় কূটনৈতিক গবেষণা প্রতিষ্ঠান Chinese People’s Institute of Foreign Affairs (CPIFA)–এর এক প্রতিনিধি দল আজ (২৫ সেপ্টেম্বর) ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

ভাইস প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রদূত ঝৌ পিংজিয়ান এর নেতৃত্বে ছয় সদস্যের এই প্রতিনিধিদলে চীনের গবেষণা ও কূটনৈতিক মহলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ছিলেন। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, সেক্রেটারি জেনারেল ও নীতিনির্ধারকরা অংশ নেন।

বৈঠক-পরবর্তী ব্রিফিংয়ে জামায়াতের নেতারা জানান, দুই পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস, আঞ্চলিক রাজনীতি, ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা এবং নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। জামায়াত নেতারা জানান, চীনের সঙ্গে উন্নয়ন সহযোগিতা ও বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি প্রতিবেশী দেশের সঙ্গে ‘ভ্রাতৃপ্রতিম সম্পর্ক’ জোরদারে দলটি আগ্রহী।
প্রতিনিধিদলকে স্বাগত জানাতে গিয়ে আমীরে জামায়াত তাঁর অসুস্থতার পর প্রথমবারের মতো বিদেশি অতিথিদের সঙ্গে দেখা করার সুযোগ পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশের জনগণের উন্নয়নের জন্য চীনের অভিজ্ঞতা ও অগ্রগতি গুরুত্বপূর্ণ।

চীনা প্রতিনিধিরা তাদের পক্ষ থেকে জানান, আধুনিকীকরণ ও উন্নয়নের দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে চীন আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বাড়াচ্ছে। বাংলাদেশকেও তারা ভবিষ্যতে একটি গুরুত্বপূর্ণ পার্টনার হিসেবে দেখছে।
বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনে জামায়াতের অংশগ্রহণ, গণতান্ত্রিক প্রক্রিয়া, মানবাধিকার ও আন্তর্জাতিক ইস্যুতেও মতবিনিময় হয়। জামায়াত নেতারা বলেন, দলটি সবসময় গণতন্ত্রে বিশ্বাসী এবং নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে।
সাম্প্রতিক সময়ে চীনা দূতাবাসের আয়োজিত ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে জামায়াতের প্রতিনিধিদল যোগ দেওয়ায় চীনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়। উভয়পক্ষই পার্টি-টু-পার্টি ও সরকার-টু-সরকার সহযোগিতা বাড়ানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।











