October 24, 2025

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • চীনা কোম্পানি ‘অক্টোবর ৪১২৮’ উচ্চমানের পোশাক কারখানা স্থাপন করবে চট্টগ্রামের বেপজা ইকোনমিক জোনে

চীনা কোম্পানি ‘অক্টোবর ৪১২৮’ উচ্চমানের পোশাক কারখানা স্থাপন করবে চট্টগ্রামের বেপজা ইকোনমিক জোনে

Image

চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা ইকোনমিক জোনে (BEPZA EZ) উচ্চমানের পোশাক উৎপাদন কারখানা স্থাপন করতে যাচ্ছে চীনের প্রতিষ্ঠান October4128 (BD) Ltd.। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর, ২০২৫) বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটি (BEPZA) এবং কোম্পানিটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই প্রকল্পে ১৯.৭২ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২২১ কোটি টাকা) বিনিয়োগের মাধ্যমে কারখানাটি স্থাপন করা হবে, যেখানে ২,৭৮৮ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান সৃষ্টি হবে।

কারখানাটি বছরে প্রায় ৩০ লাখ পিস উচ্চমানের পোশাক উৎপাদন করবে, যার মধ্যে থাকবে স্কি, স্নো স্পোর্টস, হান্টিং ও মোটর রাইডারের গিয়ার, ইনসুলেটেড উইন্টার কোট, ডাউন জ্যাকেট, রেইন গিয়ার, ওয়ার্কওয়্যার এবং অ্যাকটিভওয়্যারসহ প্রিমিয়াম আউটডোর পোশাক।

বেপজার ইতিহাসে এই চুক্তি আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। বেপজা ইকোনমিক জোনে এখন পর্যন্ত ৪৯টি প্রতিষ্ঠান বিনিয়োগের জন্য চুক্তিবদ্ধ হয়েছে এবং এর মধ্যে ৬টি ইতোমধ্যে উৎপাদন কার্যক্রম শুরু করেছে।

Scroll to Top