August 7, 2025

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও অবকাঠামো উন্নয়নে বিডায় গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও অবকাঠামো উন্নয়নে বিডায় গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

Image

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং বন্দরসংলগ্ন সড়ক, রেল ও অন্যান্য অবকাঠামোর আধুনিকায়ন ও সমন্বিত উন্নয়নের লক্ষ্যে আজ বুধবার (৬ আগস্ট, ২০২৫) বিডা (বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ) কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী চেয়ারম্যান জনাব চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়) জনাব শেখ মইনউদ্দিন।

সভায় চট্টগ্রাম বন্দরের কার্যকারিতা বাড়াতে সড়ক, রেল এবং সংশ্লিষ্ট অবকাঠামোর সমন্বয় ও আধুনিকায়ন বিষয়ে বিশদ আলোচনা হয়। বিশেষ করে বন্দরের সঙ্গে সংযুক্ত মহাসড়ক, সংযোগ সড়ক, রেললাইন এবং লজিস্টিক সাপোর্ট অবকাঠামোকে যুগোপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া, বন্দর ব্যবহারকারীদের ভোগান্তি হ্রাস, পণ্য পরিবহনের গতি ও সেবা মান উন্নয়নে কীভাবে বিদ্যমান অবকাঠামোকে আরও দক্ষভাবে ব্যবহার করা যায়, সে বিষয়েও সুপারিশ উপস্থাপন করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বেজা, বিডা এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Scroll to Top