March 14, 2025

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • চট্টগ্রাম কাস্টম হাউস কমিশনারের সাথে বারভিডা প্রতিনিধিদলের বৈঠক

চট্টগ্রাম কাস্টম হাউস কমিশনারের সাথে বারভিডা প্রতিনিধিদলের বৈঠক

Image

বারভিডার প্রেসিডেন্ট জনাব আবদুল হক এর নেতৃত্বে বারভিডা নেতৃবৃন্দ আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি, ২০২৫) চট্টগ্রাম কাস্টম হাউস এর কমিশনার জনাব মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে কাস্টম হাউসে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে আমদানিকৃত গাড়ি নিলাম ও জরিমানার বিষয়ে বারবিডার পক্ষেথেকে প্রস্তাব উপস্থাপন করেন।

গাড়ি নিলাম ও জরিমানার সময়সীমা বৃদ্ধি এবং সহনীয় পর্যায় রাখাসহ বেশ কিছু বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মাননীয় কাস্টমস কমিশনার মহোদয় ধৈর্য্য সহকারে বারভিডার প্রস্তাবনা শোনেন এবং বাস্তবায়নের আশ্বাস দেন।

বারভিডা প্রতিনিধিদলে এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল জনাব রিয়াজ রহমান, ভাইস প্রেসিডেন্ট ১ জনাব মোহাঃ সাইফুল ইসলাম (সম্রাট), ভাইস প্রেসিডেন্ট ২ ডা. হাবিবুর রহমান খান, ভাইস প্রেসিডেন্ট ৩ জনাব ফরিদ আহমেদ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল সৈয়দ জগলুল হোসেন, ট্রেজারার জনাব মোঃ সাইফুল আলম, জয়েন্ট ট্রেজারার জনাব মোঃ হাফিজ আল-আসাদ, অর্গানাইজিং সেক্রেটারি জনাব জোবায়ের রহমান, পাবলিকেশন এন্ড পাবলিসিটি সেক্রেটারি জনাব আবদুল আউয়াল, প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি জনাব এস. এম. মনসুরুল কবির (লিংকন), কার্যনির্বাহী সদস্য জনাব এ. বি. সিদ্দিক আবু, পুনম শারমিন ঝিলমিল, মো: হুমায়ুন কবীর ভূঁইয়া উপস্থিত ছিলেন। এছাড়াও সংগঠনের সাধারণ সদস্য জনাব আশফেউর রহমান বাপ্পী বৈঠকে অংশ নেন।

Scroll to Top