October 25, 2025

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • গ্লোবাল হালাল সামিট ২০২৫ ও MIHAS ২০২৫-এর বর্ণাঢ্য উদ্বোধন হল

গ্লোবাল হালাল সামিট ২০২৫ ও MIHAS ২০২৫-এর বর্ণাঢ্য উদ্বোধন হল

Image

গ্লোবাল হালাল সামিট ২০২৫ শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে, যা অনুষ্ঠিত হচ্ছে মালয়েশিয়ার ২১তম মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস (MIHAS 2025)-এর সঙ্গে সমন্বয়ে। মর্যাদাপূর্ণ এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইয়াব দাতো’ সেরি আনোয়ার বিন ইব্রাহিম। এ সময় মন্ত্রিপরিষদের সদস্য এবং সম্মানিত অতিথিরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী দপ্তরের ধর্ম বিষয়ক মন্ত্রী ওয়াইবি সিনেটর দাতো’ সেতিয়া ড. হাজি মোহদ নাঈম বিন হাজি মোকতার। এরপর উদ্বোধনী বক্তব্য দেন বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প মন্ত্রী ওয়াইবি সিনেটর তেংকু দাতুক সেরি উতামা জাফরুল বিন তেংকু আবদুল আজিজ। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল প্রধানমন্ত্রী আনোয়ার বিন ইব্রাহিমের মূল প্রবন্ধ উপস্থাপন, যেখানে তিনি “ইনটেগ্রিটি, সাসটেইনেবিলিটি ও রেজিলিয়েন্স”—এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে সামিটের দিকনির্দেশনা তুলে ধরেন।

গ্লোবাল হালাল সামিট ২০২৫ বিশ্ব হালাল অর্থনীতির উন্নয়নে মালয়েশিয়ার অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করেছে। এতে আন্তর্জাতিক নেতৃবৃন্দ, নীতিনির্ধারক ও শিল্পখাতের প্রতিনিধিদের মধ্যে গঠনমূলক আলোচনা ও সহযোগিতার সুযোগ সৃষ্টি হচ্ছে। উদ্ভাবন ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়ে এ সামিট মালয়েশিয়াকে বৈশ্বিক হালাল শিল্পের কেন্দ্রবিন্দু হিসেবে আরও শক্তিশালী করছে।

Scroll to Top