রাজধানীর সাতারকুলে অবস্থিত গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলে (Glenrich International School, Satarkul) পরিদর্শন করেছেন ফরেন ইনভেস্টরস’ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (FICCI)-এর নির্বাহী পরিচালক জনাব টি. আই. এম. নুরুল কবির।

তাঁকে স্বাগত জানান এসটিএস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) জনাব মানস সিং এবং প্রধান অর্থ কর্মকর্তা (CFO) জনাব এস. এম. রহমতুল মুজিব, FCA। তাঁরা অতিথিকে গ্লেনরিচ সাতারকুল ক্যাম্পাসের আধুনিক ও অত্যাধুনিক অবকাঠামো পরিদর্শনে নিয়ে যান এবং স্কুলটির শিক্ষাব্যবস্থা ও উদ্ভাবনী শিক্ষাদর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন।

পরিদর্শনকালে ভবিষ্যত প্রজন্মের শিক্ষার্থীদের জন্য উদ্ভাবন, সহযোগিতা ও বৈশ্বিক সর্বোত্তম চর্চার প্রয়োগ বিষয়ে এক অগ্রসর চিন্তাধারার আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় সবাই একমত হন যে, ভবিষ্যত-প্রস্তুত, আত্মবিশ্বাসী ও মানবিক গুণে সমৃদ্ধ বিশ্ব নাগরিক তৈরিতেই গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের লক্ষ্য নিহিত।











