October 25, 2025

শিরোনাম
  • Home
  • শিক্ষাঙ্গন
  • গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলে হয়ে গেলো‘ গ্লেনরিচ সামার ক্যাম্প ২০২৫’

গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলে হয়ে গেলো‘ গ্লেনরিচ সামার ক্যাম্প ২০২৫’

Image

উত্তরার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলে পাঁচ দিনের এক আনন্দঘন ও সৃষ্টিশীল আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ‘গ্লেনরিচ সামার ক্যাম্প ২০২৫’। প্লেগ্রুপ থেকে গ্রেড ৯ পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই ক্যাম্প ছিল নতুন কিছু শেখা, বন্ধুত্ব গড়ে তোলা এবং কল্পনার ডানায় ভেসে বেড়ানোর এক অনন্য সুযোগ।

জুনিয়র ও সিনিয়র— উভয় ক্যাম্পাসেই অনুষ্ঠিত হওয়া এই সামার ক্যাম্পে শিক্ষার্থীরা অংশ নেয় বিভিন্ন আকর্ষণীয় কার্যক্রমে। মাটির শিল্প থেকে দাবা খেলা, রকেট বানানো থেকে ছন্দে ছন্দে নাচ, বিজ্ঞান পরীক্ষা থেকে সুইমিং ক্লাস— প্রতিটি কার্যক্রম ছিল আনন্দ আর আবিষ্কারে ভরপুর।

শিশুদের কল্পনাশক্তি ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে তারা তৈরি করেছে সোলার ওভেন, শিখেছে ব্যালে নৃত্য, হাতে বানিয়েছে পাপেট, আবার কখনো মাঠে গোল করতেও দেখা গেছে তাদের। প্রতিটি মুহূর্ত ছিল শেখা ও আনন্দের এক অনবদ্য সমন্বয়।

এই সফল আয়োজনের জন্য গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল আন্তরিক ধন্যবাদ জানিয়েছে তাদের নিবেদিতপ্রাণ শিক্ষক, কর্মী এবং অভিভাবকদের, যাঁদের সহযোগিতা ও ভালোবাসায় এই সামার ক্যাম্প হয়ে উঠেছে সত্যিকারের এক ‘মোমেন্ট টু ট্রেজার’।

গ্লেনরিচ কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এই অভিজ্ঞতা শিক্ষার্থীদের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে এবং তারা ভবিষ্যতে আরও আত্মবিশ্বাসী ও সৃজনশীল হয়ে উঠবে।

Scroll to Top