গাজীপুর মহানগরের কাশিমপুর বাগচালা ফৈয়জউদ্দিন মুন্সী জামে মসজিদ ও ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার আয়োজনে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ২০২৫) অনুষ্ঠিত হলো ৪র্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল।
উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ), গাজীপুর জেলা বিএনপি এর সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য সচিব আলহাজ্ব কাজী সায়েদুল আলম বাবুল। তিনি তার বক্তব্যে সমাজে ধর্মীয় শিক্ষার গুরুত্ব এবং সামগ্রিকভাবে ইসলামের শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলার দ্বিতীয় আজহারী খ্যাত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন আল্লামা শায়েখ ড. ফখরুল আশেকী। তিনি ইসলামী ফাউন্ডেশনের ইসলামী বিশ্বকোষ বিভাগের গবেষক এবং ধর্ম মন্ত্রণালয়ের অধীনে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। এছাড়া তিনি একুশে টিভির একজন জনপ্রিয় উপস্থাপক। তার বক্তৃতায় তিনি কুরআনের আলোকে মানবজীবনের দিকনির্দেশনা এবং সমাজে শান্তি প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।
মাহফিলটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয় এবং সমাপ্তি হিসেবে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।











