August 6, 2025

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Image

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শুক্রবার (৩০ মে, ২০২৫) গাজীপুর জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস প্রেসিডেন্ট এডভোকেট জয়নুল আবেদীন। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক জনাব ফজলুল হক মিলন এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রফেসর ডা. রফিকুল ইসলাম বাচ্চু, কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য মজিবুর রহমান ও ওমর ফারুক শাফিন।

গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ রিয়াজুল হান্নানসহ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও সভায় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও অবদানের কথা স্মরণ করেন এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তার প্রদর্শিত পথ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের উপর জোর দেন।

Scroll to Top