বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচারে মাঠে নেমেছে গাজীপুর মহানগর বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী গাজীপুর মহানগরীর বাসন থানায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেন গাজীপুর মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি।




এ সময় তিনি সাধারণ জনগণের হাতে ৩১ দফা কর্মসূচি সংবলিত লিফলেট তুলে দেন এবং বিএনপি ঘোষিত নতুন রাষ্ট্র কাঠামো মেরামত কর্মসূচির মূল উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরেন। গণসংযোগ চলাকালে বিএনপি’র স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে পথচারী ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন।











