শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে গাজীপুর মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)-এর অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ও পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম (সেবা)।




মঙ্গলবার তিনি গাজীপুর সদর, কোনাবাড়ী ও গাছা থানা এলাকায় অবস্থিত বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় তিনি পূজায় আগত ভক্ত, দর্শনার্থী ও স্থানীয়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি দায়িত্বে নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।




ভারপ্রাপ্ত কমিশনার মহোদয় জানান, গাজীপুর মহানগর এলাকায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি পূজা উদ্যাপনে সবার সহযোগিতা কামনা করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করেন।











