মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (মিডা) মঙ্গলবার (১৪ অক্টোবর, ২০২৫) বাংলাদেশে সুনীল অর্থনীতি খাত সম্পৃক্ত সরকারি সংস্থাগুলোর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে এক উচ্চপর্যায়ের পরামর্শ সভার আয়োজন করে।
মৎস্য আহরণ (Deep-sea fishing), মেরি কালচার, শতভাগ রপ্তানিমুখী সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ, একুয়াকালচার ও সামুদ্রিক মৎস্য গবেষণা কার্যক্রম অগ্রসরের জন্য সমন্বিত কর্মপরিকল্পনা আলোচনার লক্ষ্যে আয়োজিত এই সভার সভাপতিত্ব করেন মিডা’র নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

মিডা’র নির্বাহী সদস্য কমোডর তানজিম ফারুক সভায় বিস্তারিত কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। নির্বাহী সদস্য মো. সরোয়ার আলম সময়োপযোগী নীতিগত সংস্কারের গুরুত্ব তুলে ধরেন।
“কৌশলগত অবস্থানের কারণে মহেশখালীর অপার সম্ভাবনা সার্বজনীনভাবে স্বীকৃত। জাতীয় অগ্রাধিকার হিসেবে এটি এখন যেমন গুরুত্ব পাচ্ছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে পরামর্শের পর আমরা শিল্পায়ন, জ্বালানী ও গভীর সমুদ্রবন্দরের পাশাপাশি গভীর সমুদ্রে মৎস্য আহরণকেচতুর্থ স্তম্ভ হিসেবে যুক্ত করেছি,” বলেন আশিক চৌধুরী।

তিনি আরও বলেন, “মিডা গঠনের উদ্দেশ্য হলো এসব উন্নয়ন কার্যক্রমকে সমন্বয় ও গতিশীল করা। তবে মূল চালিকা শক্তি হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো। আজকের আলোচনায় আমরা সুনির্দিষ্ট পদক্ষেপে গুরুত্ব দিয়েছি—প্রথম বিনিয়োগকারী (anchor investor)-কে বিনিয়োগ সহযোগিতা প্রদান এবং ব্লু ইকোনমির নির্দিষ্ট উপখাতগুলোতে বিনিয়োগবান্ধব ইকোসিস্টেম গড়ে তোলা।”
সভায় গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহের মধ্যে রয়েছে:
১. বিনিয়োগকারীদের জন্য নির্দিষ্ট সময়সীমার মধ্যে লং-লাইনার ও সাপোর্ট ভেসেল অনুমোদন এবং গভীর সমুদ্র মৎস্য আহরণ লাইসেন্স প্রদান।
২. কক্সবাজারের খুরুশকুল এলাকায় গভীর সমুদ্র ট্রলার জেটি স্থাপনের অনুমোদন প্রক্রিয়া দ্রুততর করা।
৩. শতভাগ রপ্তানিমুখী সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াজাতকরণের জন্য কাঁচামাল আমদানিতে বন্ডেড সুবিধা প্রদান।
৪. স্ক্যালপ, ভ্যানামি, টুনা, স্যামনসহ সামুদ্রিক পণ্য আমদানি, প্রক্রিয়াকরণ ও পুনঃরপ্তানির জন্য বিনিয়োগবান্ধব অনুমোদন ব্যবস্থা এবং অনলাইন আবেদন পদ্ধতি চালু করা।
৫. স্থানীয় বাই-ক্যাচ প্রজাতি প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানির অনুমতি প্রদান।
৬. উপকূলীয় এলাকায় মেরি কালচার সম্প্রসারণের জন্য জমি বরাদ্দ।
৭. চিংড়ি ও সামুদ্রিক খাদ্যশিল্পের জন্য বিশেষ প্রণোদনা ও স্বল্প বিদ্যুৎ শুল্ক সুবিধা।
৮. Illegal, Unreported and Unregulated (IUU) fishing কার্যক্রম প্রতিরোধকল্পে সকল সমুদ্রগামী মাছ ধরার নৌকা ও ট্রলারের নিবন্ধন নিশ্চিতকরণ।
সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (NBR), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (BEZA) এবং কক্সবাজার জেলা প্রশাসন এর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভার সিদ্ধান্তসমূহ সমন্বিত করে সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে নিয়মিত সমন্বয়ের মাধ্যমে একটি বাস্তবায়ন রোডম্যাপ প্রণয়নের কাজ এগিয়ে নেবে মিডা।











