March 18, 2025

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • গণতন্ত্র প্রতিষ্ঠায় খেটে খাওয়া মানুষের শাসন ব্যবস্থা কায়েম প্রয়োজন: জোনায়েদ সাকি

গণতন্ত্র প্রতিষ্ঠায় খেটে খাওয়া মানুষের শাসন ব্যবস্থা কায়েম প্রয়োজন: জোনায়েদ সাকি

Image

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, লুটেরাদের পরিবর্তে জনগণের শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। খেটে খাওয়া মানুষের শাসন ব্যবস্থা কায়েম করতে পারলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) উদ্যোগে চলমান গণ ইফতার কার্যক্রমের ১৬তম দিনে সোমবার (১৭ মার্চ, ২০২৫) প্রধান অতিথির বক্তব্যে সাকি এসব কথা বলেন।

পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু’র সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত গণ ইফতারে আরোও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য বাচ্চু ভুঁইয়া, এবি পার্টির জাতীয় নির্বাহী পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান, স্বেচ্ছাসেবা ও জনকল্যাণ বিষয়ক সহ-সম্পাদক কেফায়েত হোসাইন তানভীর, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সদস্য সচিব বারকাজ নাসির আহমদ,পল্টন থানা আহ্বায়ক আবদুল কাদের মুন্সী ও যুব নেতা ইমরান হোসেন শিবলু।

জোনায়েদ সাকি বলেন, এবি পার্টি প্রতিষ্ঠার পর থেকেই গণ ইফতারের আয়োজন করছে, যা একটি প্রশংসনীয় উদ্যোগ। তিনি এমন আয়োজনের জন্য এবি পার্টিকে ধন্যবাদ জানিয়ে জনগণের উদ্দেশ্যে বলেন এমনি এমনি এই রাষ্ট্র আমরা পাইনি, যুদ্ধ করে আমরা বাংলাদেশ নামক রাষ্ট্র পেয়েছি, যোদ্ধা হচ্ছে খেটে খাওয়া মানুষ। সম্পদ তৈরি করেন আপনারা, আর ভোগ করেন অল্প সংখ্যক মানুষ। এভাবে চলতে পারে না।

Scroll to Top