গণতন্ত্র অভিযাত্রায় জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (৬ আগস্ট, ২০২৫) জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উপলক্ষে রাজধানীর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি আয়োজিত বিজয় র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই আহ্বান জানান।
তারেক রহমান বলেন, ‘জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি কী ধরনের রাষ্ট্র, সরকার এবং রাজনীতি পরিচালনা করবে দলের পক্ষ থেকে ইতিমধ্যে ৩১ দফার মাধ্যমে একটি রূপরেখা জনগণের সামনে আমরা উপস্থাপন করেছি।’

বর্ণাঢ্য এই র্যালিতে ঢাকা মহানগর ছাড়াও আশপাশেরর জেলাগুলো থেকেও নেতা-কর্মীরা ব্যানার-ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা নিয়ে অংশ নেন।
র্যালি পূর্বক সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস ও সালাহ উদ্দিন আহমদ, ঢাকা মহানগর দক্ষিণের বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু এবং উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বক্তব্য রাখেন।
সূত্রঃ বাসস।