সোমবার (৪ আগস্ট, ২০২৫)) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ শীর্ষক সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ মন্তব্য করেন।
তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থান জাতীয় জীবনের ন্যায় বিচার এবং গণতন্ত্র পুনঃরুদ্ধার এর লক্ষে ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রয়াস ও আত্মত্যাগের এক অবিস্মরণীয় উদাহারন। এই সম্মিলিত প্রচেষ্টা আমাদের অধিকার প্রতিষ্ঠার পথ সুগম করেছে। কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি যাদের পরিশ্রম ও আত্মত্যাগ এর কথা জাতির ইতিহাসের মাইলফলক হয়ে থাকবে।”
“২৪ এর গণঅভ্যুত্থান শুধু রাজনৈতিক পরিবর্তনের জন্য নয়, বরং ছাত্রসমাজ ও সাধারণ মানুষের সাহস, দৃঢ়তা ও একতার বিজয় হিসেবে চিহ্নিত। ছাত্র-জনতার ত্যাগ ও ঐক্যের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত এই অভ্যুত্থান এর দিনটি জাতিকে একটি নতুন সুচনা এনে দিয়েছে এবং এটি ভবিষ্যৎ প্রজম্মের জন্য গনতন্ত্রের পথ প্রদর্শক হয়ে কাজ করবে।”
উপদেষ্টা আরও বলেন, “জুলাই চেতনা সমুন্নত রাখতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। মিত্র রাষ্ট্রদের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নত করতে, বিরুপ ভাবাপন্ন রাস্ট্রের সাথে সম্পর্ক উষ্ণ করতে এবং অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতার নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচনের জন্য কাজ করে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ইতিমধ্যে দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক এবং আঞ্চলিক বিভিন্ন বিষয়ে উল্লেখযোগ্য সফলতা অর্জিত হয়েছে।”
“আজকের এই দিনে আমাদের আত্মজিজ্ঞাসা হওয়া উচিৎ আমরা কি এই জুলাই আগস্ট মাসের মহান ত্যাগ ও আদর্শকে যথাযথভাবে লালন করছি। আমরা কি দেশের সেবায় নিজেদেরকে নিবেদিত করতে পারছি। এই দিনে শপথ হোক আমরা আমাদের দায়িত্ব আরও নিষ্ঠার সাথে পালন করবো। বিশ্ব দরবারে জুলাই চেতনার আলোকে বাংলাদেশের সম্মানকে আরও উচ্চতায় নিয়ে যাবো।”