March 15, 2025

শিরোনাম

গুঁড়িয়ে দেয়া হলো ধানমন্ডি ৩২

Image

গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি, ২০২৫) রাতে রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ক্ষুব্ধ ছাত্র-জনতা এক্সকাভেটর ও ক্রেন ব্যবহার করে জাদুঘরটি গুঁড়িয়ে দেয়। এছাড়াও, ধানমণ্ডি ৫/এ সড়কে শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন দেওয়া হয়।

খুলনায় শেখ মুজিবুর রহমানের ভাইয়ের বাড়ি, যা ‘শেখবাড়ি’ নামে পরিচিত, সেটিও এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। একইভাবে বরিশালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বাসভবন বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়।

ফেসবুকে ঘোষিত ‘বুলডোজার মিছিল’ কর্মসূচির অংশ হিসেবে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমণ্ডি ৩২ নম্বরে জড়ো হন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। রাত ১০টার দিকে বাড়িটিতে আগুন দেওয়া হয়। এরপর রাত ১১টার দিকে ক্রেন আনা হয় এবং রাত সোয়া ১১টার দিক থেকে বাড়িটি ভাঙার চেষ্টা শুরু হয়। এক্সকাভেটর ব্যবহার করে শেষ পর্যন্ত বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়।

বুধবার (৫ ফেব্রুয়ারি, ২০২৫) রাত ৯টায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনার একটি বক্তব্য প্রচারের ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণাকে কেন্দ্র করে সারা দিন সোশ্যাল মিডিয়ায় উত্তেজনা তৈরি হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারীরা সোশ্যাল মিডিয়ায় ধানমণ্ডি ৩২ অভিমুখে ‘বুলডোজার মিছিল’ এবং ‘মার্চ টু ধানমণ্ডি ৩২’ কর্মসূচির ডাক দেন।

রাত আটটার দিকে বিক্ষোভকারীরা শেখ মুজিবুর রহমানের বাড়ির ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর শুরু করেন। তারা বাড়ির সামনে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালও ভেঙে ফেলেন। এরপর থেকেই সেখানে ব্যাপক ভাঙচুর ও ধ্বংসযজ্ঞ চলে।

Scroll to Top