লন্ডনে চার মাস চিকিৎসা শেষে কাতারে আমিরের দেওয়া বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা পৌছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪২ মিনিটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছান।
খালেদা জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান সিঁথি দেশে আসছেন।
বেলা সোয়া ১১টার দিকে বিশেষ প্রক্রিয়া ইমিগ্রেশন শেষে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবনে ফিরোজার উদ্দেশে রওয়ানা দেন।
বিমানবন্দর থেকে বাসভবন পর্যন্ত রাস্তায় বিএনপির হাজার হাজার নেতা–কর্মীদের ঢল নেমেছে।
নেতা–কর্মীরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিয়ে তাদের নেত্রীকে স্বাগত ও অভ্যর্থনা জানাচ্ছেন। পথে পথে নেতা-কর্মীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন খালেদা জিয়া।











