October 25, 2025

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • ক্যান্ডির আর্ল’স রিজেন্সি হোটেলে জমকালো ফেয়ারওয়েল ডিনারের মধ্য দিয়ে শেষ হলো শ্রীলঙ্কা MICE এক্সপো ২০২৫

ক্যান্ডির আর্ল’স রিজেন্সি হোটেলে জমকালো ফেয়ারওয়েল ডিনারের মধ্য দিয়ে শেষ হলো শ্রীলঙ্কা MICE এক্সপো ২০২৫

Image

শ্রীলঙ্কা MICE এক্সপো ২০২৫-এর সমাপনী উপলক্ষে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) ক্যান্ডির আর্ল’স রিজেন্সি হোটেল-এ আন্তর্জাতিক অতিথিদের জন্য এক জমকালো ফেয়ারওয়েল ডিনারের আয়োজন করা হয়। এতে ৩০টি দেশের ট্যুর অপারেটর, বিনিয়োগকারী, পর্যটন পেশাজীবী এবং প্রায় ৫০ জন গণমাধ্যম প্রতিনিধি অংশগ্রহণ করেন ও অনুষ্ঠানটি উপভোগ করেন। বাংলাদেশের পক্ষ থেকে ৯ জন ট্যুর অপারেটর প্রতিনিধি এবং একজন হোস্টেড মিডিয়া হিসেবে Business In Bangladesh-এর সম্পাদক মোহাম্মদ সজীবুল-আল-রাজীব এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কা কনভেনশন ব্যুরোর চেয়ারম্যান ধীরা হেত্তিআরাচ্চি।

এই আয়োজনে নতুন সংযোগ, গঠনমূলক আলোচনা এবং শ্রীলঙ্কার বৈশ্বিক MICE খাতে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়, যা এই খাতের সম্ভাবনাকে আরও সুদৃঢ় করেছে।

ফেয়ারওয়েল ডিনারে শ্রীলঙ্কার ঐতিহ্যবাহী খাবারের আয়োজন করা হয়েছিল, যা অতিথিরা আনন্দের সঙ্গে উপভোগ করেন। আন্তর্জাতিক অতিথিরা শ্রীলঙ্কার প্রকৃত স্বাদ ও রান্নার ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করেন এবং উৎসবমুখর পরিবেশে একে অপরের সঙ্গে যোগাযোগ ও আলাপচারিতা করার সুযোগ পান।

আর্ল’স রিজেন্সি হোটেল, ক্যান্ডি শ্রীলঙ্কার অন্যতম প্রিমিয়াম ৫-তারকা হোটেল। ক্যান্ডি শহরের কেন্দ্র থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে তেন্নেকুম্বুরা এলাকায় মহাওয়েলি নদীর পাড়ে পাহাড়ের মাঝে অবস্থিত এই হোটেলটি অতিথিদের প্রাকৃতিক সৌন্দর্যের মনোমুগ্ধকর অভিজ্ঞতা দেয়। হোটেলটিতে রয়েছে ১০৪টি কক্ষ—ডিলাক্স, প্রিমিয়াম রুম, জুনিয়র স্যুইট, মিনি স্যুইট ও মাউন্টব্যাটেন স্যুইটসহ বিভিন্ন শ্রেণিতে, যার অনেকগুলোর সঙ্গে রয়েছে ব্যালকনি থেকে মনোরম দৃশ্যাবলি দেখার সুযোগ। এখানে আন্তর্জাতিক ও স্থানীয় খাবারের জন্য একাধিক রেস্তোরাঁ, লাউঞ্জ ও বার (যেমন মাউন্টব্যাটেন লাউঞ্জ ও স্পাইস বার), সুইমিং পুল, স্পা, ফিটনেস সেন্টারসহ অত্যাধুনিক সব সুবিধা রয়েছে।

আর্ল’স রিজেন্সি হোটেল তার সম্মেলন কক্ষ ও গালা ডিনারের জন্য বিখ্যাত, যা ক্যান্ডির অন্যতম জনপ্রিয় কর্পোরেট ও ইভেন্ট ভেন্যু হিসেবে স্বীকৃত।

এই ফেয়ারওয়েল ডিনারের মাধ্যমে শ্রীলঙ্কা আবারও প্রমাণ করেছে যে তারা আন্তর্জাতিক মানের আতিথেয়তা এবং উচ্চমানের অবকাঠামো দিয়ে বৃহৎ আন্তর্জাতিক আয়োজন সাফল্যের সঙ্গে করতে সক্ষম—যা দেশটির বৈশ্বিক MICE খাতের অবস্থানকে আরও সুদৃঢ় করবে।

Scroll to Top