বাংলা নববর্ষ উদ্যাপন করতে প্রস্তুত রাজধানীর অন্যতম জনপ্রিয় রেস্টুরেন্ট কারীম’স ঢাকা। নতুন বছরের প্রথম দিনটিকে রাঙাতে কারীম’স আয়োজন করেছে বিশেষ বৈশাখী উৎসব, যেখানে খাবারে থাকছে মুঘল ঐতিহ্যের ছোঁয়া ও কারীম’স-এর বিখ্যাত স্বাদের সমারোহ।


বৈশাখী আয়োজনে থাকছে বিভিন্ন প্রকার ভর্তা, ভাজি, সুস্বাদু মেইন কোর্স এবং শেষপাতে থাকবে মিষ্টিমুখের দারুণ সব আয়োজন। পুরনো ঢাকার গন্ধ আর কারীম’স-এর ঘরোয়া আতিথেয়তা মিলে প্রতিটি মুহূর্ত হয়ে উঠবে স্মরণীয়।
নতুন বছরকে বরণ করে নিতে যারা পরিবার ও বন্ধুদের নিয়ে একটি বিশেষ অভিজ্ঞতা চান, তাদের জন্য কারীম’স হতে পারে সেরা গন্তব্য।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন: +8801678222087