April 28, 2025

শিরোনাম

কারীম’স ঢাকা-তে পহেলা বৈশাখের বৈশাখী আয়োজন

Image

বাংলা নববর্ষ উদ্‌যাপন করতে প্রস্তুত রাজধানীর অন্যতম জনপ্রিয় রেস্টুরেন্ট কারীম’স ঢাকা। নতুন বছরের প্রথম দিনটিকে রাঙাতে কারীম’স আয়োজন করেছে বিশেষ বৈশাখী উৎসব, যেখানে খাবারে থাকছে মুঘল ঐতিহ্যের ছোঁয়া ও কারীম’স-এর বিখ্যাত স্বাদের সমারোহ।

বৈশাখী আয়োজনে থাকছে বিভিন্ন প্রকার ভর্তা, ভাজি, সুস্বাদু মেইন কোর্স এবং শেষপাতে থাকবে মিষ্টিমুখের দারুণ সব আয়োজন। পুরনো ঢাকার গন্ধ আর কারীম’স-এর ঘরোয়া আতিথেয়তা মিলে প্রতিটি মুহূর্ত হয়ে উঠবে স্মরণীয়।

নতুন বছরকে বরণ করে নিতে যারা পরিবার ও বন্ধুদের নিয়ে একটি বিশেষ অভিজ্ঞতা চান, তাদের জন্য কারীম’স হতে পারে সেরা গন্তব্য।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন: +8801678222087

Scroll to Top