October 25, 2025

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • কাজী ছাইয়েদুল আলম বাবুল এর নেতৃত্বে কালিয়াকৈরের মধ‍্যপাড়া ইউনিয়নে বিএনপির ৩১ দফা জনসমক্ষে উপস্থাপন

কাজী ছাইয়েদুল আলম বাবুল এর নেতৃত্বে কালিয়াকৈরের মধ‍্যপাড়া ইউনিয়নে বিএনপির ৩১ দফা জনসমক্ষে উপস্থাপন

Image

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ‍্যপাড়া ইউনিয়নে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।

দলটির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনগণের মাঝে তুলে ধরা হয়। একই সঙ্গে ধানের শীষের নির্বাচনী প্রচারণাও চালানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, বিশেষ বক্তা হিসেবে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান। স্থানীয় নেতাকর্মীরা জানান, এ কর্মসূচির মাধ্যমে তারা জনগণকে বিএনপির নীতি ও পরিকল্পনা সম্পর্কে অবহিত করছেন এবং আসন্ন নির্বাচনে দলের প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন।

Scroll to Top