October 25, 2025

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • কলম্বোতে শুরু হলো এসএল-মাইস এক্সপো ২০২৫ : শ্রীলঙ্কার মাইস পর্যটনের সম্ভাবনার নতুন দিগন্ত

কলম্বোতে শুরু হলো এসএল-মাইস এক্সপো ২০২৫ : শ্রীলঙ্কার মাইস পর্যটনের সম্ভাবনার নতুন দিগন্ত

Image

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে আজ (২২ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে বহুল প্রত্যাশিত ‘এসএল-মাইস এক্সপো ২০২৫’। বিশ্বের বিভিন্ন দেশের ট্যুর অপারেটর, পর্যটক এবং গণমাধ্যম প্রতিনিধিরা—বাংলাদেশসহ—ইতিমধ্যেই কলম্বোতে পৌঁছেছেন।

এক্সপোর প্রথম দিনেই বিদেশি অতিথিদের কলম্বো শহরের গুরুত্বপূর্ণ পর্যটন স্পটগুলো ঘুরিয়ে দেখানো হয় এবং শ্রীলঙ্কার সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

আয়োজকরা জানাচ্ছেন, এ উদ্যোগের মাধ্যমে শুধু শ্রীলঙ্কার অভ্যন্তরীণ সম্পর্ক নয়, আন্তর্জাতিক পর্যায়েও দেশকে নতুনভাবে উপস্থাপনের সুযোগ তৈরি হয়েছে।

শ্রীলঙ্কার মাইস (Meetings, Incentives, Conferences & Exhibitions) ট্যুরিজমকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে এ ধরনের উদ্যোগ বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ইতিমধ্যেই আগত অতিথিরা শ্রীলঙ্কার সৌন্দর্য, আতিথেয়তা ও বৈচিত্র্যময় অভিজ্ঞতা উপভোগ করছেন।

পাঁচ দিনব্যাপী এই আয়োজনে বিজনেস ফোরাম, বি-টু-বি মিটিংস, গালা ডিনার এবং এক্সক্লুসিভ ফ্যামিলিয়ারাইজেশন ট্যুরের মাধ্যমে অংশগ্রহণকারীরা শ্রীলঙ্কার সম্ভাবনাময় পর্যটন খাত সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

Scroll to Top