ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ব্যারিস্টার জাইমা রহমান উইমেন্স ফেলোশিপ ফাউন্ডেশনের বিশিষ্ট নেতা রেবেকা ওয়াগনার ও ফাউন্ডেশনের অন্যান্য সদস্যদের সাথে এক ফলপ্রসূ বৈঠক করেছেন। এ বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক, আন্তর্জাতিক সহযোগিতা এবং বিশ্ব শান্তি ও সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া, বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়েও আলোচনা হয়।