March 15, 2025

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • ঐক্যের মাঝে আমাদের জন্ম, একতাই আমাদের শক্তি: প্রধান উপদেষ্টা

ঐক্যের মাঝে আমাদের জন্ম, একতাই আমাদের শক্তি: প্রধান উপদেষ্টা

Image

রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) অন্তর্বর্তী সরকারের উদ্যোগে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠকটি জাতির ঐক্য পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আয়োজিত হয়। বৈঠকে তিনি বলেন, “এই সরকারের জন্ম হয়েছে ঐক্যের মাধ্যমে, আর ঐক্যই আমাদের শক্তি। একতাই জাতির অগ্রগতির মূল চাবিকাঠি।”

ড. ইউনূস আরও বলেন, “আমাদের যাত্রা শুরু হয়েছে ঐক্যের ভিত্তিতে। যখন আমরা সবাই মিলে কাজ করি, তখন সাহস পাই এবং শক্তি অনুভব করি। একা কাজ করলে যে দুর্বলতা অনুভূত হয়, তা একসঙ্গে কাজ করলে দূর হয়ে যায়।”

সর্বদলীয় বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। তবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বৈঠকে অংশগ্রহণ থেকে বিরত থাকে।

ড. ইউনূস জানান, “জুলাই ঘোষণাপত্র তৈরির মাধ্যমে আমরা জাতির ঐক্য ও দৃঢ়তা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চাই। আন্তর্জাতিকভাবে এটি আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করবে এবং জাতি হিসেবে আমাদের অটুট অবস্থান প্রমাণ করবে।”

বৈঠকে ৫ আগস্টের ঐতিহাসিক ঐক্যের উদাহরণ টেনে প্রধান উপদেষ্টা বলেন, “ঐদিনের পুরো অনুভূতিই ছিল একতার। আমরা যদি সেই দিনটির পুনর্নির্মাণ করতে পারি, তবে দেশের ভবিষ্যৎ আরও সমৃদ্ধ হবে। এটি একা করা সম্ভব নয়; একমাত্র ঐক্যের মাধ্যমেই তা সম্ভব।”

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের জন্য ১৫ জানুয়ারি পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছিল। পরে প্রধান উপদেষ্টার তত্ত্বাবধানে এই বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

ড. ইউনূস বলেন, “আমি আপনাদের দোয়া চাই। যতদিন দায়িত্বে আছি, এই ঐক্য বজায় রাখব। আমাদের এখন লক্ষ্য হলো ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশের জনগণ ও আন্তর্জাতিক মহলে একতার বার্তা পৌঁছে দেওয়া।”

বৈঠকে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোও এ বিষয়ে তাদের সমর্থন ব্যক্ত করে। জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে তা প্রকাশের মধ্য দিয়ে জাতির ঐক্যের প্রতীক হয়ে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেন সবাই।