বুধবার (১৫ জানুয়ারি, ২০২৫) শহরের সাটুহল মার্কেটের তৃতীয় তলায় প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান সেন্টারের ব্যবস্থাপনায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন, এরফান গ্রুপ এবং প্রবীণ হিতৈষী সংঘের যৌথ উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি নজরুল ইসলাম।

উপস্থিত বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তাছমিনা খাতুন এবং এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম সিআইপি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংঘের সাধারণ সম্পাদক আফসার আলী।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন, “শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক এবং নৈতিক দায়িত্ব। মানবিক মূল্যবোধ থেকে আমরা সবাই যদি এগিয়ে আসি, তাহলে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করা সম্ভব।”

এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম সিআইপি বলেন, “এরফান গ্রুপ সবসময়ই দুর্যোগ বা সংকটময় পরিস্থিতিতে মানুষের পাশে থাকার চেষ্টা করে। শীতার্তদের সহায়তা করাও আমাদের এই ধারাবাহিক প্রচেষ্টার অংশ। আমরা শীতার্তদের কষ্ট কিছুটা কমাতে যতটা সম্ভব সাহায্য করে যাব।”
আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরণের কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।
অনুষ্ঠানের শেষ অংশে এরফান গ্রুপের প্রয়াত চেয়ারম্যান এরফান আলীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এই উদ্যোগকে স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা করা হয়েছে এবং শীতার্ত মানুষের প্রতি এরফান গ্রুপের এমন মানবিক সহায়তাকে অনুপ্রেরণার উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।











