October 28, 2025

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • এফবিসিসিআইয়ের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান

Image

বাণিজ্য মন্ত্রণালয় দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নতুন প্রশাসক হিসেবে অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খানকে নিয়োগ দিয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখা থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে, বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা মোতাবেক সরকারের অনুমোদনক্রমে এই নিয়োগ প্রদান করা হয়েছে। এর আগে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সাবেক সদস্য ও অতিরিক্ত সচিব (অব.) মো. হাফিজুর রহমান ১১ সেপ্টেম্বর ২০২৪ থেকে ১০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। তার মেয়াদ শেষে তাকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

নতুন প্রশাসক মো. আবদুর রহিম খানকে সংগঠনটির সুষ্ঠু পরিচালনা ও নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ভোটার তালিকা হালনাগাদ করে আগামী ১২০ (একশত বিশ) দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করবেন এবং এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করবেন।

Scroll to Top