October 25, 2025

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • ‘এনআরবি প্রতিদিন’ এবং ‘অটো ফিক্সড লোন’ নামে দুটি উদ্ভাবনী পণ্য চালু করলো এনআরবি ব্যাংক পিএলসি

‘এনআরবি প্রতিদিন’ এবং ‘অটো ফিক্সড লোন’ নামে দুটি উদ্ভাবনী পণ্য চালু করলো এনআরবি ব্যাংক পিএলসি

Image

এনআরবি ব্যাংক পিএলসি ‘এনআরবি প্রতিদিন’ এবং ‘অটো ফিক্সড লোন’ নামে দুটি উদ্ভাবনী পণ্য চালু করেছে।

গ্রাহকদের সুবিধার্থে প্রথম ব্যাংক হিসেবে এনআরবি ব্যাংক পিএলসি দৈনিক মুনাফাভিত্তিক ‘এনআরবি প্রতিদিন’ শীর্ষক পণ্য চালু করেছে। এটি ব্যবসা ও প্রতিষ্ঠানগুলোর জন্য একটি স্মার্ট ব্যাংকিং সমাধান, যার মাধ্যমে প্রতিদিনের মুনাফা/সুদ সরাসরি গ্রাহকের অ্যাকাউন্টে জমা হবে।

‘অটো ফিক্সড লোন’ হলো প্রি-রেজিস্টার্ড বা সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয়ের ক্ষেত্রে বিশেষ ঋণ সুবিধা। গ্রাহকরা এখন থেকে ব্যবহৃত গাড়ি ক্রয়ের ক্ষেত্রে সহজ শর্তে এই লোন সুবিধা উপভোগ করতে পারবেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব তারেক রিয়াজ খান, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ জনাব মোঃ শাহীন হাওলাদার, জনাব মোঃ আলী আকবর ফরাজী, জনাব আনোয়ার উদ্দিন এবং জনাব এম. রাশিদুল হুদাকে সঙ্গে নিয়ে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই পণ্য দুটি উদ্বোধন করেন।

অন্যান্যদের মধ্যে রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান জনাব মোঃ রেজাউল শাহরিয়ার এবং ট্রান্সজেকশন ব্যাংকিং বিভাগের জনাব মোঃ আরিফুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।

Scroll to Top