October 25, 2025

শিরোনাম
  • Home
  • শিক্ষাঙ্গন
  • এডুক৮ গ্রুপ ও বিএমসিসিআই-এর মধ্যে শিক্ষাগত সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর

এডুক৮ গ্রুপ ও বিএমসিসিআই-এর মধ্যে শিক্ষাগত সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর

Image

মালয়েশিয়াভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান এডুক৮ গ্রুপ ঘোষণা করেছে যে তারা বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই)-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে শিক্ষা, প্রশিক্ষণ ও সাংস্কৃতিক সম্পৃক্ততার ক্ষেত্রে সহযোগিতার একটি কাঠামো স্থাপন করা হয়েছে, যা বাংলাদেশ ও মালয়েশিয়ার ক্রমবর্ধমান অংশীদারিত্বকে আরও জোরদার করবে।

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুযোগের সম্প্রসারণ

এই সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য মালয়েশিয়ায় উচ্চমানের আন্তর্জাতিক শিক্ষায় প্রবেশাধিকার আরও সহজ হবে। এর আওতায় থাকবে এডুক৮ গ্রুপের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রোগ্রাম, যার মধ্যে রয়েছে ইপসম কলেজ মালয়েশিয়া (Epsom College Malaysia) — যুক্তরাজ্যের খ্যাতনামা Epsom College UK-এর প্রথম বিদেশি ক্যাম্পাস।

এডুক৮ গ্রুপ ব্রিটিশ একাডেমিক উৎকর্ষের ঐতিহ্যকে এশীয় মূল্যবোধের সঙ্গে একত্রিত করেছে, যার ফলে শিক্ষার্থীরা শুধু কঠোর একাডেমিক মানদণ্ডের মধ্যেই নয়, বরং সাংস্কৃতিক ও সামগ্রিক বিকাশের দিক থেকেও উপকৃত হয়। মালয়েশিয়াভিত্তিক এই গ্রুপ মুসলিম-বান্ধব শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেয়—তাদের সব শিক্ষাপ্রতিষ্ঠান হালাল মান বজায় রেখে পরিচালিত হয় এবং মুসলিম শিক্ষার্থীদের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক চাহিদার প্রতি শ্রদ্ধাশীল এক অন্তর্ভুক্তিমূলক পরিবেশ প্রদান করে।

ইপসম কলেজের একাডেমিক সাফল্য নিজেই তার প্রমাণ। ২০২৫ সালের পরীক্ষায় IGCSE-তে ৮২% এবং এ-লেভেলে ৭৪% গ্রেড ছিল A*–B, যা যুক্তরাজ্যের গড় ফলাফলের চেয়ে অনেক বেশি। এই অসাধারণ ফলাফল শিক্ষার্থীদেরকে কেমব্রিজ, ইম্পেরিয়াল, এলএসই, স্ট্যানফোর্ড ও ব্রাউনসহ বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়ার সুযোগ করে দিয়েছে। ৩০টিরও বেশি জাতীয়তার শিক্ষার্থীর মধ্যে বাংলাদেশের শিক্ষার্থীরাও এর অন্তর্ভুক্ত।

বাংলাদেশ থেকে ক্রমবর্ধমান সংখ্যক শিক্ষার্থী মালয়েশিয়ায় উচ্চশিক্ষার জন্য আগ্রহী হওয়ায়, এডুক৮ গ্রুপ আন্তর্জাতিক মানসম্পন্ন পাঠক্রম, মুসলিম-বান্ধব পরিবেশ এবং সার্বিক শিক্ষার্থী সহায়তা ব্যবস্থার সমন্বয়ে এই চাহিদা পূরণে প্রস্তুত।

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে

এই এমওইউ-এর অধীনে, এডুক৮ ও বিএমসিসিআই একসঙ্গে কাজ করবে শিক্ষার্থী ভর্তি, জ্ঞান বিনিময় এবং যৌথ শিক্ষা উদ্যোগে। এই অংশীদারিত্ব দুই দেশের মধ্যে জন-জন সংযোগ বৃদ্ধির পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করার প্রচেষ্টার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এমওইউ স্বাক্ষর উপলক্ষে এডুক৮ গ্রুপের সিইও মার্ক ল্যাঙ্কেস্টার বলেন, “বাংলাদেশের একটি শক্তিশালী একাডেমিক ঐতিহ্য ও শিক্ষার প্রতি পারিবারিক অঙ্গীকার রয়েছে। বিএমসিসিআই-এর সঙ্গে এই চুক্তির মাধ্যমে আমরা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বাস্তবসম্মত শিক্ষা-অভিযাত্রার সুযোগ তৈরি করতে পারব এবং মালয়েশিয়াকে মুসলিম-বান্ধব আন্তর্জাতিক শিক্ষা কেন্দ্র হিসেবে আরও প্রতিষ্ঠিত করতে পারব।”

বিএমসিসিআই-এর সভাপতি শব্বির এ. খান বলেন, “এই সহযোগিতা বিএমসিসিআই-এর লক্ষ্যকে প্রতিফলিত করে—আমাদের সদস্য এবং বৃহত্তর বাংলাদেশি সম্প্রদায়ের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা। শিক্ষা বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের মূল ভিত্তি, এবং এডুক৮-এর সঙ্গে এই অংশীদারিত্ব আমাদেরকে আরও বিশ্বস্ত আন্তর্জাতিক শিক্ষা পথ খুলে দিতে সাহায্য করবে।”

বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহদ শুহাদা বলেন, “শিক্ষা সবসময়ই মালয়েশিয়া-বাংলাদেশ সম্পর্কের এক গুরুত্বপূর্ণ ভিত্তি। এডুক৮ ও বিএমসিসিআই-এর এই চুক্তি আমাদের যৌথ অঙ্গীকারকে প্রতিফলিত করে—পরবর্তী প্রজন্ম গড়ে তোলা, সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করা এবং বাণিজ্য ও বিনিয়োগের বাইরে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করা। মুসলিম-বান্ধব আন্তর্জাতিক শিক্ষার জন্য মালয়েশিয়া বাংলাদেশের পরিবারের কাছে এক বিশ্বস্ত অংশীদার হিসেবে থাকবে।”

এডুক৮ গ্রুপ সম্পর্কে

এডুক৮ গ্রুপ হলো যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ Epsom College UK-এর এশীয় অংশীদার, যেটি ২০২২ সালে “Independent School of the Year” নির্বাচিত হয়। গ্রুপটি Epsom College Malaysia-এর মালিক ও পরিচালনাকারী, যা ৩–১৯ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য ব্রিটিশ পাঠ্যক্রমভিত্তিক ডে ও বোর্ডিং স্কুল।

ইউকে-প্রশিক্ষিত শিক্ষকবৃন্দ এবং শিক্ষার সমন্বিত দৃষ্টিভঙ্গির মাধ্যমে ইপসম কলেজ মালয়েশিয়া একাডেমিক, সংগীত, নাটক, শিল্প ও খেলাধুলায় উৎকর্ষ অর্জন করেছে। বিশ্বমানের ক্রীড়া কর্মসূচি—যেমন LaLiga Academy Malaysia, Mouratoglou Tennis Programme, এবং ECM Golf Academy—এর মাধ্যমে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের বাইরেও নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায়। অসাধারণ যত্ন ও উচ্চমানের একাডেমিক প্রস্তুতির মাধ্যমে ইপসম শিক্ষার্থীদের বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়ার পথ সুগম করে।

বিএমসিসিআই সম্পর্কে

বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) তার সদস্যদের এবং মালয়েশিয়ার ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা জোরদারে কাজ করছে, যাতে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারিত হয়।

বিএমসিসিআই নিয়মিতভাবে পাওয়ারলাঞ্চ, সেমিনার, বিজনেস ফোরাম, ট্রেড ফেয়ার, বিজনেস ডেলিগেশন এক্সচেঞ্জ, সিম্পোজিয়াম ইত্যাদি আয়োজন করে থাকে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বৃদ্ধির কৌশল হিসেবে।

চেম্বারের অন্যতম ফ্ল্যাগশিপ কর্মসূচি “শোকেস বাংলাদেশ ও মালয়েশিয়া”—যার মাধ্যমে “Made in Bangladesh” থিমে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি, ঐতিহ্য ও সংস্কৃতি বিশ্বে তুলে ধরা হয়।

বিএমসিসিআই সফলভাবে ২০১০, ২০১২ ও ২০১৪ সালে কুয়ালালামপুরে “শোকেস বাংলাদেশ” এবং ২০০৮, ২০১১, ২০১৩, ২০১৫ ও ২০১৭ সালে বাংলাদেশে “শোকেস মালয়েশিয়া” আয়োজন করে। ২০১৯ সালে চেম্বারটি “শোকেস বাংলাদেশ–গো গ্লোবাল ২০১৯” আয়োজন করে রয়্যাল চুলান কুয়ালালামপুরে।

বিএমসিসিআই-এর নিরলস প্রচেষ্টার ফলে বাংলাদেশ থেকে রপ্তানি ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

Scroll to Top