এক্সপোপ্রো, স্কুল অব সেলস ম্যানেজমেন্ট (SSM)-এর সহযোগিতায়, তাদের স্বাক্ষর অনুষ্ঠান “মার্কেটিং ক্যাফে”-এর চতুর্থ আসর আয়োজন করে। এই আয়োজনের মূল বিষয় ছিল “কার্যকরভাবে ক্যাশ ফ্লো ব্যবস্থাপনা: ব্যবসার স্থায়িত্বের সেরা অনুশীলন”।

এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ক্লাব ৮৯, গুলশান, ঢাকা, বাংলাদেশ-এ। এই প্রজ্ঞামূলক সেশনে ব্যবসায়িক নেতা, আর্থিক বিশেষজ্ঞ এবং উদ্যোক্তারা একত্রিত হয়ে আর্থিক স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন কৌশল নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওবায়দুর রহমান এফসিএ, স্বাধীন পরিচালক এবং অডিট কমিটির চেয়ারম্যান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এবং অংশীদার, এম এ ফজল অ্যান্ড কো.। তিনি ব্যবসায়িক সাফল্যের জন্য ক্যাশ ফ্লো ব্যবস্থাপনায় পারদর্শিতা অর্জনের বিষয়ে তার মূল্যবান অভিজ্ঞতা শেয়ার করেন।