August 3, 2025

শিরোনাম
  • Home
  • আইন-আদালত
  • এএফডব্লিউসি প্রশিক্ষণার্থীদের পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন

এএফডব্লিউসি প্রশিক্ষণার্থীদের পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন

Image

আর্মড ফোর্সেস ওয়্যার কোর্স (AFWC)-২০২৫ এর প্রশিক্ষণার্থী অফিসারগণ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছেন। রাজধানীর মিরপুর সেনানিবাসস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) পরিচালিত এ কোর্সের অংশ হিসেবে এ পরিদর্শনের আয়োজন করা হয়।

প্রশিক্ষণার্থী দলের নেতৃত্ব দেন এনডিসির চিফ ইনস্ট্রাক্টর ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তাফিজুর রহমান। পরিদর্শনকালে তিনি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম বিপিএম-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

পরে পুলিশ হেডকোয়ার্টার্সের ‘হল অব প্রাইড’-এ অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) মোঃ তওফিক মাহবুব চৌধুরীর সভাপতিত্বে প্রশিক্ষণার্থীদের সাথে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ পুলিশের ইতিহাস, ঐতিহ্য, মিশন-ভিশন, মহান মুক্তিযুদ্ধে অবদান, অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ সংক্রান্ত একটি তথ্যবহুল ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

সভায় প্রশিক্ষণার্থী অফিসারগণ পুলিশের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন। উষ্ণ অভ্যর্থনার জন্য প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে আইজিপিকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজিপি মোঃ তওফিক মাহবুব চৌধুরী বলেন, “দেশের যেকোনো সংকটকালে সশস্ত্র বাহিনী ও পুলিশ একসঙ্গে কাজ করে থাকে। এ ধরনের পরিদর্শন কার্যক্রম পারস্পরিক পেশাদারিত্ব ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

Scroll to Top