August 3, 2025

শিরোনাম
  • Home
  • খেলা
  • এএফসি নারী এশিয়ান কাপ ২০২৬-এ যোগ্যতা অর্জনে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলকে বিমানবন্দর থেকে হাতিরঝিল পর্যন্ত ভালোবাসার উচ্ছ্বাস

এএফসি নারী এশিয়ান কাপ ২০২৬-এ যোগ্যতা অর্জনে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলকে বিমানবন্দর থেকে হাতিরঝিল পর্যন্ত ভালোবাসার উচ্ছ্বাস

Image

এএফসি নারী এশিয়ান কাপ ২০২৬-এ যোগ্যতা অর্জনের গৌরবময় সাফল্যের পর, বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলকে অভ্যর্থনা জানাতে ঢাকায় নেমেছে ভালোবাসার ঢল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে হাতিরঝিল পর্যন্ত সমর্থকদের উচ্ছ্বাসে মুখরিত ছিল রাজধানী।

বিমানবন্দরে নারী দল পৌঁছানোর পরই শুরু হয় বর্ণাঢ্য সংবর্ধনার আয়োজন। জাতীয় পতাকা ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় খেলোয়াড়দের। এরপর আয়োজন করা হয় এক সাংস্কৃতিক ও আনন্দঘন অনুষ্ঠানের, যেখানে ক্রীড়ানুরাগী ও সাধারণ মানুষ ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও খ্যাতিমান নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকী। এছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বিএফএফ) সভাপতি তাবিথ আউয়াল ও নির্বাহী কমিটির সদস্যরাও এই উৎসবে যোগ দেন।

Scroll to Top