গত ২১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে উল্লাপাড়ার চালা গ্রামে ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত মোঃ ফারুক হোসেন ও রনি আহমেদ এবং আহত মোহাম্মদ হারুন ও হযরত আলীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (৪ মার্চ, ২০২৫) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।