October 25, 2025

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • ইন্টারকন্টিনেন্টাল ঢাকা ‘সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস (SATA) ২০২৫’-এ লিডিং লাক্সারি হোটেল হিসেবে স্বীকৃত

ইন্টারকন্টিনেন্টাল ঢাকা ‘সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস (SATA) ২০২৫’-এ লিডিং লাক্সারি হোটেল হিসেবে স্বীকৃত

Image

ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, আইএইচজি-এর প্রতীকী হোটেল, পুনরায় বাংলাদেশের “লিডিং লাক্সারি হোটেল” খেতাব অর্জন করেছে সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস (SATA) ২০২৫-এ। প্রেস্টিজিয়াস গালা অ্যাওয়ার্ড সেরিমনি অনুষ্ঠিত হয়েছিল শ্রীলঙ্কার কলম্বোতে, যেখানে হোটেলের পক্ষ থেকে বিক্রয় ও বিপণন পরিচালক জনাব রেজওয়ান মারুফ গৌরবের সঙ্গে পুরস্কার গ্রহণ করেন।

এটি ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এর জন্য লিডিং লাক্সারি হোটেল খেতাব অর্জনের দ্বিতীয়বার, এবং SATA-তে ধারাবাহিকভাবে তৃতীয় বছর যে হোটেলটি স্বীকৃত হয়েছে। আগের সংস্করণগুলোতেও হোটেল বাংলাদেশে “লিডিং কনভেনশন সেন্টার” এবং “লিডিং মিটিং অ্যান্ড কনফারেন্স হোটেল” হিসেবে সম্মানিত হয়েছে।

সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস (SATA) হলো এই অঞ্চলের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি প্ল্যাটফর্ম, যা বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল এবং ভুটানসহ দক্ষিণ এশিয়ার ভ্রমণ, পর্যটন ও আতিথেয়তা খাতে উৎকর্ষতা উদযাপন করে। এটি শিল্পখাতে একটি অত্যন্ত প্রতিপন্ন খেতাব।

Scroll to Top