October 25, 2025

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • ইউনেস্কোর মহাপরিচালক নির্বাচিত হলেন ড. খালেদ এল-এনানি, অভিনন্দন জানালো ঢাকাস্থ মিশর দূতাবাস

ইউনেস্কোর মহাপরিচালক নির্বাচিত হলেন ড. খালেদ এল-এনানি, অভিনন্দন জানালো ঢাকাস্থ মিশর দূতাবাস

Image

বাংলাদেশে অবস্থিত আরব প্রজাতন্ত্র মিশরের দূতাবাস ইউনেস্কোর নতুন মহাপরিচালক হিসেবে ড. খালেদ এল-এনানির নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানিয়েছে।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ড. এল-এনানি পূর্বে মিশরের পর্যটন ও প্রত্নতত্ত্ব মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি বহুদিন ধরে সাংস্কৃতিক সহযোগিতা ও বৈশ্বিক ঐতিহ্য সংরক্ষণের একজন নিবেদিতপ্রাণ সমর্থক। তাঁর এই নির্বাচন শুধুমাত্র মিশরের জন্য নয়, বরং বহুপাক্ষিকতা, সাংস্কৃতিক সংলাপ ও ইউনেস্কোর মানবিক মিশনে বিশ্বাসী সকল জাতির জন্যই এক গর্বের মুহূর্ত।

ড. এল-এনানি চলতি বছরের এপ্রিল মাসে বাংলাদেশ সফর করেন। সফরকালে তিনি বাংলাদেশের উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ হন এবং সোনারগাঁওয়ের ঐতিহাসিক পানাম নগর পরিদর্শনের সময় দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন। তাঁর সেই সফর বাংলাদেশ ও মিশরের সাংস্কৃতিক সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে।

দূতাবাস বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি ড. এল-এনানির প্রার্থিতায় মূল্যবান সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এই সমর্থন দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব ও পারস্পরিক আস্থার প্রতিফলন বলে উল্লেখ করা হয়েছে।

ইউনেস্কোর নেতৃত্বে মিশরের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে ঐতিহ্য সংরক্ষণ, শিক্ষা প্রসার ও মানবিক মূল্যবোধে বাংলাদেশ ও মিশরের সহযোগিতা আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে ঢাকাস্থ মিশর দূতাবাস।

Scroll to Top