আসিয়ান মহাসচিব ড. কাও কিম হোর্ন আসিয়ান সদর দপ্তরে ৫৮তম আসিয়ান দিবস উদযাপন করেছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি “ASEAN 2045: Our Shared Future” সফলভাবে গৃহীত হওয়াকে আসিয়ান কমিউনিটি গঠনের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ করেন।




ড. কাও ভবিষ্যৎ যাত্রাপথে আশাবাদ ব্যক্ত করে বলেন, অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়নই আসিয়ানের আঞ্চলিক সংহতির মূল চালিকা শক্তি হয়ে থাকবে, যা একটি সমৃদ্ধ আসিয়ান কমিউনিটি গঠনে সহায়তা করবে।




অনুষ্ঠান উপলক্ষে আসিয়ান ২০২৫-এর চেয়ার ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো’ সেরি আনোয়ার ইব্রাহিম ভিডিও বার্তায় ৫৮তম আসিয়ান দিবসের শুভেচ্ছা জানান।