তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)-এর আসন্ন নির্বাচন সামনে রেখে ‘সম্মিলিত পরিষদ’ তাদের চূড়ান্ত প্যানেল ঘোষণা করেছে। এবারের নির্বাচনে সম্মিলিত পরিষদ ‘অর্জনে, সঙ্কটে, সম্ভাবনাময়—একসাথেই সম্ভব’ এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে।
ঢাকা অঞ্চলের জন্য প্যানেল লিডার হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ আবুল কালাম (চৈতি কম্পোজিট লিমিটেড)। চট্টগ্রাম অঞ্চলে নেতৃত্বে আছেন এস. এম. আবু তৈয়ব (ইন্ডিপেনডেন্ট অ্যাপারেলস লিমিটেড)। তাদের নেতৃত্বে দুই অঞ্চলের প্রার্থী তালিকায় রয়েছে পোশাক খাতের অভিজ্ঞ ও নবীন উদ্যোক্তাদের সমন্বয়।
ঢাকা অঞ্চল থেকে নির্বাচনী লড়াইয়ে অংশ নিচ্ছেন—ফারুক হাসান (জায়ান্ট টেক্সটাইলস লিমিটেড), খন্দকার রফিকুল ইসলাম (ডিজাইনটেক্স নিটওয়্যার লিমিটেড), আব্দুল্লাহ হিল রাকিব (4A ইয়ার্ন ডায়িং লিমিটেড), আসিফ আশরাফ (উর্মি গার্মেন্টস লিমিটেড), মোঃ মশিউল আজম (পশমি সোয়েটার্স লিমিটেড), মোস্তাজিরুল শোভন ইসলাম (স্প্যারো অ্যাপারেলস লিমিটেড), মোঃ আশিকুর রহমান (তুহিন) (মেইক্স গার্মেন্টস লিমিটেড), ফিরোজ আলম (তুসুকা অ্যাপারেলস লিমিটেড), মোঃ নুরুল ইসলাম (B2B এক্সিলেন্স লিমিটেড), সাঈদ সাদেক আহমেদ (স্পেস সোয়েটার লিমিটেড), মোহাম্মদ সোহেল সাদাত (শিন শিন অ্যাপারেলস লিমিটেড), মোঃ শাহাদাত হোসেন (ফরটিস গার্মেন্টস লিমিটেড), মোঃ মহিউদ্দিন রুবেল (ডেনিম এক্সপার্ট লিমিটেড), মোঃ রেজাউল আলম মীরু (গাল্পেক্স লিমিটেড), আব্রার হোসাইন সায়েম (সায়েম ফ্যাশন্স লিমিটেড), মোহাম্মদ কামাল উদ্দিন (টর্ক ফ্যাশন্স লিমিটেড), সাইফুদ্দিন সিদ্দিকী সাগর (TMS ফ্যাশন্স লিমিটেড), তামান্না ফাররুখ থেমা (BC কালেকশন লিমিটেড), মির্জা ফাইয়াজ হোসেন (অ্যাপারেলস ভিলেজ লিমিটেড), হেলাল উদ্দিন আহমেদ (ডেনিম অ্যাটায়ার্স লিমিটেড), লিথে মুনতাহা মহিউদ্দিন (লিথে অ্যাপারেলস লিমিটেড), একেএম আজিমুল হাই (জোভিয়ান সোয়েটার লিমিটেড), মনজুরুল ফয়সাল হক (টেক ম্যাক্স লিমিটেড), এস. এম. মনিরুজ্জামান (মিমো কটন জোন টেক্সটাইল লিমিটেড), এবং মোহাম্মদ রাশেদুর রহমান (পুলিম্যান নিটওয়্যার প্রা. লিমিটেড)।
অন্যদিকে, চট্টগ্রাম অঞ্চল থেকে যারা প্রার্থী হয়েছেন তারা হলেন—রাকিবুল আলম চৌধুরী (HKC অ্যাপারেলস লিমিটেড), মোহাম্মদ মুসা (মদিনা গার্মেন্টস লিমিটেড), অঞ্জন শেখর দাস (আর.এস.বি ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড), নাফিদ নাবি (BSA অ্যাপারেলস লিমিটেড), সৈয়দ মোহাম্মদ তানভীর (প্যাসিফিক জিন্স লিমিটেড), মোস্তাফা সারোয়ার রিয়াদ (RDM অ্যাপারেলস লিমিটেড), ড. আবসার হোসেন (টপ স্টার ফ্যাশন্স লিমিটেড), এবং গাজী মোঃ শাহিদ উল্লাহ (সোনেট টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড)।
প্যানেল নম্বর ৩৬-৭০ এ ভোট প্রদান করার জন্য সম্মিলিত পরিষদের পক্ষ থেকে ভোটারদের আহ্বান জানানো হয়েছে। প্রার্থীরা বলেছেন, তারা শিল্পের টেকসই উন্নয়ন, ব্যবসায়িক পরিবেশের শৃঙ্খলা এবং সব সদস্যের স্বার্থরক্ষায় একত্রে কাজ করবেন।