October 26, 2025

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • আর্জেন্টিনার জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় আর্জেন্টিনা দূতাবাসের কূটনৈতিক সংবর্ধনা

আর্জেন্টিনার জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় আর্জেন্টিনা দূতাবাসের কূটনৈতিক সংবর্ধনা

Image

বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রের দূতাবাস বুধবার (৯ জুলাই, ২০২৫) সন্ধ্যায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এক বর্ণাঢ্য কূটনৈতিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে, যা উদযাপন করে আর্জেন্টিনার জাতীয় দিবস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবাসন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আদিলুর রহমান খান। তাঁর উপস্থিতি অনুষ্ঠানকে করেছে আরও মর্যাদাপূর্ণ ও তাৎপর্যপূর্ণ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আজ আর্জেন্টিনা দূতাবাসের জাতীয় দিবস সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি গভীরভাবে সম্মানিত। বাংলাদেশের সরকার এবং জনগণের পক্ষ থেকে আমি আর্জেন্টিনা সরকারের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”

তিনি বলেন, “আর্জেন্টিনা ছিল প্রথম দক্ষিণ আমেরিকান দেশগুলোর অন্যতম, যারা ২৫ মে ১৯৭২ সালে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। এই বন্ধুত্বপূর্ণ অবস্থান আমাদের হৃদয়ে আজও গর্বের স্থান দখল করে আছে।”

এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, “মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস-এর ব্যক্তিগত পর্যায়ে আর্জেন্টিনার প্রতি গভীর শ্রদ্ধা ও সম্পর্ক বিদ্যমান, বিশেষ করে বাংলাদেশের প্রতি দেশটির অবিচল সমর্থনের জন্য।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সেসা। তিনি তাঁর বক্তব্যে প্রধান অতিথিসহ উপস্থিত সকল সম্মানিত অতিথিকে আন্তরিক ধন্যবাদ জানান এবং বলেন, বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও গভীর ও বহুমুখী হোক—এটাই আমাদের প্রত্যাশা।

সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি ছিল সৌহার্দ্য, কূটনৈতিক সংহতি এবং দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বকে উদযাপনের এক গুরুত্বপূর্ণ উপলক্ষ।

Scroll to Top