প্রয়াত বিজিএমইএ সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ হিল রাকিবের স্মৃতিকে ধারণ করে রচিত স্মারকগ্রন্থ ‘ইন লাভিং মেমরি’ বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের হাতে তুলে দেন তার বড় ভাই ও টিম গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যাবদুল্লাহ হিল নাকিব। বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) এ বই হস্তান্তর করা হয়।

বই গ্রহণকালে মোহাম্মদ হাতেম রাকিবের অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, “আবদুল্লাহ হিল রাকিব পোশাক শিল্পের নীতি নির্ধারণ ও আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার অশেষ পরিশ্রম ও নেতৃত্ব আমাদের জন্য চিরন্তন প্রেরণা হয়ে থাকবে।”
তিনি আরও আশ্বাস দেন যে, রাকিবের যে স্বপ্ন ও অসমাপ্ত কাজগুলো রয়েছে তা বাস্তবায়নে বিকেএমইএ সর্বাত্মক সহযোগিতা করবে।
গত ৯ জুন ২০২৫ কানাডায় এক মর্মান্তিক পানিতে ডুবে মৃত্যুবরণ করেন আবদুল্লাহ হিল রাকিব। তিনি টিম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। ব্যবসায়িক নেতৃত্বের পাশাপাশি তিনি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। বাংলাদেশের তৈরি পোশাক খাতের উন্নয়নে তার অবদান ও দূরদর্শী নেতৃত্ব স্মরণীয় হয়ে থাকবে।











