October 24, 2025

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • আন্দোলনের ঐক্য পুনরুজ্জীবিত করতে সংস্কার জরুরি: পররাষ্ট্র উপদেষ্টা

আন্দোলনের ঐক্য পুনরুজ্জীবিত করতে সংস্কার জরুরি: পররাষ্ট্র উপদেষ্টা

Image

উগান্ডার কাম্পালায় অনুষ্ঠিত ন্যাম (Non-Aligned Movement – নিরপেক্ষ জোট আন্দোলন)-এর ১৯তম মধ্যবর্তী মন্ত্রীপর্যায়ের সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বুধবার (১৫ অক্টোবর ২০২৫) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সদস্য দেশগুলোর ঐক্য জোরদার ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সংস্কারের আহ্বান জানিয়েছেন, যাতে যৌথ দুর্বলতাগুলোর কার্যকর মোকাবিলা করা যায়।

তৌহিদ হোসেন বলেন, গত বছরের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের জনগণ প্রতিষ্ঠান শক্তিশালীকরণ, অধিকার নিশ্চিতকরণ ও জবাবদিহিতা রক্ষায় সংস্কারের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এখন নারীর ক্ষমতায়ন ও যুবসমাজের শক্তিকে কাজে লাগিয়ে একটি শক্তিশালী ও সমৃদ্ধ জাতি গড়ে তোলার জন্য বিনিয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, “জাতিসংঘে সংস্কার নিয়ে যখন আমরা আলোচনা করছি, তখন ন্যাম-এর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকেও পুনর্বিন্যাস করা প্রয়োজন, যাতে আন্দোলনের ঐক্য পুনরুজ্জীবিত হয়।”

পররাষ্ট্র উপদেষ্টা সদস্য দেশগুলোকে বিভাজন ও অবিশ্বাস পরিহার করে ঐক্য, সমতা, সংহতি ও ন্যায়ের ন্যাম-এর প্রতিষ্ঠাকালীন আদর্শে ফিরে আসার আহ্বান জানান।

দুপুরে তিনি ন্যাম-এর ফিলিস্তিন বিষয়ক মন্ত্রীপর্যায়ের কমিটির বৈঠকে অংশ নেন, যেখানে বাংলাদেশ সদস্য হিসেবে রয়েছে। সেখানে তিনি ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থনের পুনঃনিশ্চিত করেন। গাজায় সম্প্রতি সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়ে তিনি ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী করে দুই-রাষ্ট্র সমাধানের প্রতি বাংলাদেশের অটল অবস্থান পুনর্ব্যক্ত করেন।

তৌহিদ হোসেন আরও বলেন, দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আসা বাংলাদেশের মানবিক বোঝা অব্যাহত রয়েছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান, যাতে রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করা যায়।

সম্মেলনের পাশাপাশি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা উগান্ডার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেন, যার মাধ্যমে দুই দেশের মধ্যে ‘ফরেন অফিস কনসালটেশনস’-এর আনুষ্ঠানিক সূচনা হয়। এই ব্যবস্থার আওতায় বাংলাদেশ ও উগান্ডার মধ্যে সব ধরনের দ্বিপাক্ষিক সহযোগিতা বিষয়ে নিয়মিত আলোচনা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল কাম্পালায় ন্যাম-এর ১৯তম মধ্যবর্তী মন্ত্রীপর্যায়ের সম্মেলনে অংশ নিচ্ছে। আগামীকাল (১৬ অক্টোবর) সম্মেলনের শেষ দিনে একটি রাজনৈতিক ঘোষণা এবং ফিলিস্তিন বিষয়ে একটি মন্ত্রীপর্যায়ের ঘোষণা গৃহীত হওয়ার কথা রয়েছে।

Scroll to Top