August 3, 2025

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • আনসার সদস্যদের তৎপরতায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৯টি মোবাইল ফোন উদ্ধার

আনসার সদস্যদের তৎপরতায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৯টি মোবাইল ফোন উদ্ধার

Image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যগণ তাৎক্ষণিক সতর্কতা, তীক্ষ্ণ পর্যবেক্ষণ ও পেশাদারিত্বের পরিচয় দিয়ে এক গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনায় সক্ষম হন।

ঘটনার শুরুতে, এ শিফটের ইনচার্জ পিসি মোঃ রবিউল ইসলাম শনিবার (০৫ জুলাই ২০২৫) বিমানবন্দরের ০৫ নম্বর হেভি লাগেজ পয়েন্টে কর্তব্যরত অবস্থায় একজন চায়নিজ নারী যাত্রীর সন্দেহজনক আচরণ লক্ষ্য করেন। সেই সময়ে যাত্রীটি তাকে দেখে দ্রুত রো-ডি সংলগ্ন ওয়াশরুমের দিকে দৌড় দেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে, পিসি রবিউল ইসলাম সঙ্গে সঙ্গে নারী আনসার সদস্য মোছা: শাহানাজ বেগম)-এর সহায়তায় তার পিছু নেন এবং নিরাপদভাবে আটক করতে সক্ষম হন।

পরবর্তীতে আনসার সদস্যদের পেশাদারিত্বপূর্ণ তল্লাশির মাধ্যমে উক্ত নারী যাত্রীর হ্যান্ডব্যাগ ও বডি থেকে মোট ৭৯ (উনআশি) টি মোবাইল ফোন উদ্ধার করা হয়, যা চোরাচালানের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।

উদ্ধারকৃত মোবাইল ফোন এবং চায়নিজ নাগরিক Xuhui Zhong কে আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করে এভসেক (AVSEC)-এর উপস্থিতিতে কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

আনসার সদস্যদের তাৎক্ষণিক সিদ্ধান্তগ্রহণ, পেশাদারিত্বপূর্ণ দক্ষতা ও তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তির ফলস্বরূপ এই অভিযানে একটি সম্ভাব্য বড় ধরনের চোরাচালান কার্যক্রম প্রতিহত করা সম্ভব হয়েছে। তাদের এ সাহসী ও সফল তৎপরতা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অপরিহার্য ও আস্থাশীল ভূমিকা আরও একবার প্রমাণ করে।

সূত্রঃ Bangladesh Ansar and VDP এর পেজ থেকে।

Scroll to Top