October 26, 2025

শিরোনাম

আটাবের বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত

Image

এ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এর উদ্যোগে বুধবার (১৯ মার্চ ২০২৫) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও-এ এক বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, এভিয়েশন ও পর্যটন সংশ্লিষ্ট সংস্থাসমূহ এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটাবের প্রেসিডেন্ট জনাব আবদুস সালাম আরেফ এবং সঞ্চালনায় ছিলেন আটাবের মহাসচিব জনাব আফসিয়া জান্নাত সালেহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। এছাড়াও, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বিভিন্ন এয়ারলাইন্স, জি. ডি. এস., এবং মিডিয়ার উর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান জনাব সায়েমা শাহীন সুলতানা, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজি জনাব মোঃ মাইনুল হাসান, পিপিএম, এনডিসি, এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব ড. মোঃ সাফিকুর রহমান।

এ আয়োজনে থাইল্যান্ড, ব্রাজিল, মালদ্বীপ, চীন, মালয়েশিয়া, ভূটান, নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ব্রুনাই ও ইরানসহ বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

Scroll to Top