দেশজুড়ে আজ বুধবার (১০ এপ্রিল ২০২৫) থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় একযোগে শুরু হওয়া এই গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় ১৯ লাখ ২৮ হাজার শিক্ষার্থী, যাঁরা দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় বসছেন।
পরীক্ষার সূচনা হচ্ছে বাংলা প্রথমপত্র দিয়ে, যা প্রতি বছর পরীক্ষার সূচিতে প্রথমেই থাকে। আগামী ১৩ মে পর্যন্ত চলবে লিখিত পরীক্ষা। এরপর ১৫ থেকে ২২ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা।
পরীক্ষা ঘিরে কঠোর নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নিশ্চিত করা হয়েছে একটি নকলমুক্ত, গুজববিহীন এবং সুষ্ঠু পরীক্ষার পরিবেশ। ইতোমধ্যে প্রশ্নপত্র ফাঁস বা নকলচেষ্টার মতো যেকোনো অনিয়ম ঠেকাতে আইন প্রয়োগকারী সংস্থাকে সক্রিয় করা হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কঠোর নির্দেশনা দিয়েছে—যেকোনো অসদুপায় অবলম্বনকারীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।