October 24, 2025

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • আজ থেকে প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকায় শুরু হচ্ছে “টেস্ট অব ইজিপ্ট” — মিশরীয় স্বাদের অনন্য উৎসব

আজ থেকে প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকায় শুরু হচ্ছে “টেস্ট অব ইজিপ্ট” — মিশরীয় স্বাদের অনন্য উৎসব

Image

রাজধানীর বিলাসবহুল হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা-তে আজ (৯ অক্টোবর) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বিশেষ খাদ্য উৎসব “TASTE OF EGYPT”। নীলনদের দেশ মিশরের ঐতিহ্যবাহী রন্ধনশৈলীর স্বাদে সাজানো এই আয়োজনে অতিথিরা উপভোগ করবেন আসল মিশরীয় খাবারের অনন্য অভিজ্ঞতা।

৯ থেকে ১১ অক্টোবর ২০২৫ প্রতিদিন সন্ধ্যা ৬:৩০টা থেকে ১০:৩০টা পর্যন্ত হোটেলের জনপ্রিয় রেস্টুরেন্ট Café Bazar-এ পরিবেশিত হবে এই মিশরীয় থিমের বুফে ডিনার।

এ আয়োজনে অতিথিদের জন্য থাকছে নানান আসল মিশরীয় পদ—
Hamam Mahshi, Koshari, Bamia with Lamb, Sayadeya, Molokhia Chicken, Fattah, Shawarma, Alexandrian Sausages, Beef Nihari (Kaware’) সহ আরও অনেক খাবার।

থাকবে আকর্ষণীয় লাইভ শাওয়ারমা ও গ্রিলড কাবাব স্টেশন, আর সন্ধ্যার মিষ্টি পরিসমাপ্তিতে থাকবে Basbousa, Kunafa, Baklava, Om Ali-র মতো ঐতিহ্যবাহী মিষ্টান্নের সমারোহ।

বুফে ডিনারের মূল্য BDT ৭,৫০০ (সকল চার্জসহ)। নির্দিষ্ট ব্যাংক কার্ডে থাকছে “Pay 1 Eat 3 & Eat 2” অফার এবং র‍্যাফেল ড্র-এ আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ।

রিজার্ভেশনের জন্য:
📞 +8801713382609 | +8801713030528

Scroll to Top