একটি নির্দিষ্ট রাজনৈতিক দল অরাজক পরিস্থিতি তৈরি করতে পারে সেই আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারা দেশে বিশেষ সতর্কতা জারি করেছে।
পুলিশের বিশেষ শাখা (এসবি) আশঙ্কা করছে, ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হতে পারে।
এ কারণে ডিএমপি, সিটি এসবি, বিভাগীয় পুলিশ ও সব জেলা পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে এসবি। বিশেষ নজরদারির আওতায় এসেছে সন্দেহভাজন ব্যক্তি, যানবাহন, রাজনৈতিক কর্মসূচি ও সাইবার প্ল্যাটফর্ম।