October 25, 2025

শিরোনাম

আগামী ৭ অক্টোবর শুরু হচ্ছে সৌদি আরব-বাংলাদেশ বিজনেস সামিট

Image

সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএবিসিসিআই) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। আজ রবিবার (৫ অক্টোবর, ২০২৫) রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে নবগঠিত এই চেম্বারের নেতৃবৃন্দ বাংলাদেশের ব্যবসায়ী, বিনিয়োগকারী ও সাংবাদিকদের সামনে এর লক্ষ্য, পরিকল্পনা ও উদ্বোধনী অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন।

শক্তিশালী বাণিজ্যিক, অর্থনৈতিক ও বিনিয়োগ সম্পর্ক বিনির্মাণে ঢাকায় শুরু হতে যাচ্ছে সৌদি আরব-বাংলাদেশ বিজনেস সামিট। সৌদি আরব–বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএবিসিসিআই) আয়োজনে ৭ অক্টোবর রাজধানীর এক অভিজাত হোটেলে শুরু হবে এ সামিট। এতে অংশ নেবেন বাংলাদেশ ও সৌদি আরবের ব্যবসায়ী, কোম্পানি ও ব্যবসায়ী প্রতিষ্ঠান, নীতি নির্ধারকরা।

সংবাদ সম্মেলনে বলা হয়, সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন ধরেই একটি যৌথ বাণিজ্যিক প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা ছিল। এবার এসএবিসিসিআই সেই স্বপ্নের বাস্তব রূপ দিতে যাচ্ছে। দুই দেশের মধ্যে শক্তিশালী অর্থনৈতিক, বাণিজ্যিক ও বিনিয়োগ সম্পর্ক গড়ে তোলাই এ চেম্বারের মূল লক্ষ্য।

এসএবিসিসিআইর সভাপতি আশরাফুল আলম চৌধুরী সংবাদ সম্মেলনে সামিটের উদ্বোধন ও বিস্তারিত বিষয় তুলে ধরেন, তিনি বলেন, ‘বাংলাদেশ ও সৌদি আরব-উভয় দেশেই সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) অথবা যৌথ উদ্যোগের মাধ্যমে পেট্রোকেমিক্যাল, ক্রুড অয়েল রিফাইনারি, ইস্পাত, খাদ্যশিল্প, কৃষি রাসায়নিক, সার, টেক্সটাইল, বন্দর ব্যবস্থাপনা, গ্রিন টেকনোলজি, সাইবার সিকিউরিটি, আইটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক প্রযুক্তি, সেমিকন্ডাক্টরসহ নানা খাতে বিনিযোগ হতে পারে।’

এসএবিসিসিআইর সহসভাপতি ও গ্যালাক্সি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইউসুফ ওয়ালিদ বলেন, ‘সৌদি আরবে বাংলাদেশিদের বাণিজ্যের বিরাট সম্ভবনা রয়েছে। সম্প্রতি সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো বিদেশি উদ্যোক্তারা, ব্যবসায়ীদের জন্য আইন পরিবর্তন করেছে। এটি আমাদের জন্য বিরাট একটি সুযোগ। সৌদি আরবে বাংলাদেশের অনেক ব্যবসায়ী এখন ব্যবসা করে যাচ্ছে। যে সামিট হতে যাচ্ছে সেখানে দুই দেশের ব্যবসায়ী সম্পর্কে জোরদার করবে।’

এসএবিসিসিআইর সদস্য ও প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী বলেন, ‘আমরা সৌদি মার্কেটটাকে দেখতে চাচ্ছি এমনভাবে যেখানে ব্যবসায়ীরা বাংলাদেশ এবং সৌদি আরব যেন এর নিবিড়ভাবে যেন তাদের ব্যবসা পরিচালনা করতে পারে। আমরা বাংলাদেশ থেকে আরও নতুন ধরনের পন্য যেমন আইটি পন্য, আইটি সেবা, নার্সিং সেবা এ ধরনের আরও কিছু দিয়ে সৌদির সাথে দ্বিপাক্ষিক উন্নয়নের যাত্রাটি খুলে দিতে চাই। এই চেম্বার এর মাধ্যমে সৌদিতে এক্সপোর্ট-ইম্পোর্ট সংক্রান্ত যে সকল সমস্যাতে পরতে হতো সেগুলি যেন দ্রুত সমাধানের পথে আনা যায় সেই কাজগুলি আমরা করতে চাই।’

চেম্বারের গ্র্যান্ড উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে তিন দিনের (৬-৮ অক্টোবর) বিশেষ আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। ৬ অক্টোবর ঢাকায় পৌঁছাবেন সৌদি আরবের ২০ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল, যার নেতৃত্বে থাকবেন মাজদ আল উমরান গ্রুপের চেয়ারম্যান শেখ ওমর আব্দুলহাফিজ আমিরবকশ।

৭ অক্টোবর বনানীর হোটেল শেরাটনে অনুষ্ঠিত হবে বিজনেস সামিট, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বিজনেস সেশনে সভাপতিত্ব করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সন্ধ্যায় একই হোটেলে হবে এসএবিসিসিআই-এর শুভ উদ্বোধন অনুষ্ঠান, যেখানে প্রধান অতিথি থাকবেন মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং বিশেষ অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে কূটনীতিক, ব্যবসায়ী, চেম্বার নেতা, ব্যাংকার ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

৮ অক্টোবর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌজন্য মধ্যাহ্নভোজের আয়োজন করবেন পররাষ্ট্র সচিব এবং বিকেলে হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তিন দিনের সম্মেলনের সমাপনী অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মেজবাউল আসিফ সিদ্দিকী।

Scroll to Top